পাল্টে গেলো গুগল ম্যাপস

৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৫৭  
গুগল তার ম্যাপস প্লাটফর্মের ১৫তম জন্মদিন উদযাপন করছে। আর এই বিশেষ মুহুর্তকে স্মরণে রাখতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাপস প্লাটফর্মের। গুগল ব্লগ পোস্ট অনুযায়ী, গুগল ম্যাপসের নতুন ইন্টারফেস উন্মোচন করা হয়েছে। যুক্ত হয়েছে একেবারেই নতুন অ্যাপ আইকন। ২০০৫ সালে প্রথম উন্মোচন করা হয় গুগল ম্যাপসের। যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আসে তখন গুগল ম্যাপসের সেলিং পয়েন্ট ছিলো ব্যবহারকারীদের কাছে টার্ন-টু-টার্ন নির্দেশনা দেয়া, যখন টমটম এবং গার্মিন জিপিএস ইউনিট বিক্রি করতো এবং যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন অপারেটর ফিচার ফোনে টার্ন-টু-টার্ন ম্যাপসের জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতো। নতুন চেহারায় গুগল ম্যাপসের হামবার্গার মেন্যু সরে যাচ্ছে। নিচের দিকে নতুন দুই ট্যাব যুক্ত করার মাধ্যমে মোট ৫টি ট্যাব থাকবে। এগুলো হলো- এক্সপ্লোর, কমিউট, সেভড, কন্ট্রিবিউট এবং আপডেট। আপডেট করা হয়েছে ট্রানজিট ফিচার। লাইভ অ্যারাইভাল টামম এবং জ্যামের সম্ভাবনার পাশাপাশি পাবলিক ট্রানজিটের মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রেও ফিচার যুক্ত হয়েছে। জানা যাবে আবহাওয়া, নিরাপত্তার তথ্য। এমনকি ব্যবহারকারী যে এলাকাতে যাচ্ছে সেটি ক্যামেরা কিংবা লাইভ সিকিউরিটি গার্ডের মাধ্যমে নিরাপত্তা সেবা দেয়া হয় কিনা জানা যাবে। ডিবিটেক/বিএমটি